1. admin@julypost.com : admin :
  2. shibli.bd390@gmail.com : MD. SHIBLI AHMED SHOBUJ : MD. SHIBLI AHMED SHOBUJ
  3. czsourav277@gmail.com : Sourav : Sourav Alam Prodhan Prodhan
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাইয়ে কিছু ক্ষেত্রে বিক্ষোভকারীদের খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয় : জাতিসংঘ ক্ষুদ্রঋণের প্রসারে ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংকের ভূমিকা বিষয়ক এ্যালেক্স কাউন্টসের বই ‘স্মল লোনস, বিগ ড্রিমস’ আমরা এখন বেশি শক্তিশালী, উদ্যমী ও সৃজনশীল: প্রধান উপদেষ্টা ইনজুরি নিয়ে খেলেও সেঞ্চুরি হৃদয়ের, ভারতের লক্ষ্য ২২৯ পিলখানা হত্যাকাণ্ড ছিল আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ : অ্যাটর্নি জেনারেল শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে : প্রধান উপদেষ্টা বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে কী বলেছিলেন তুলসী গ্যাবার্ড  ‘মব’ আর ‘ডেভিল’ এর পাল্লায় হিমশিম অন্তর্বর্তী বাংলাদেশ লিভারপুলের হতাশা- শেষ মুহূর্তের নাটকীয়তায় আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে পটুয়াখালীতে হামলার অভিযোগে বিএনপিপন্থী ১১ আইনজীবীর বিরুদ্ধে মামলা

ডুসাগের নেতৃত্বে রাকিব-কাদের

  • আপডেট টাইমঃ মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭ মোট শেয়ারিং

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গোবিন্দগঞ্জ (ডুসাগ) এর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন রাকিবুল হাসান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল কাদের।

রোববার (৯ ফেব্রুয়ারি) সংগঠনটির সাধারণ বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তারা।

রাকিবুল ইসলাম ২০১৯-২০ সেশনের আইন বিভাগের শিক্ষার্থী। আব্দুল কাদের ২০২০-২১ সেশনের আরবি বিভাগের শিক্ষার্থী।

ডিআরইউ সভাপতি বলেন, গত ১৩ বছরেও এই হত্যার বিচার হয়নি। আওয়ামী লীগ সরকার যে ফ্যাসিস্ট ছিল তার প্রমাণ হচ্ছে, এই হত্যার বিচারকে তারা ভিন্নখাতে প্রভাবিত করেছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে প্রভাবশালীরা জড়িত ছিল। তার প্রমাণ হচ্ছে, আমরা এখনো খুনিদের নাম জানতে পারি নাই। সেই সময় শেষ হয়েছে, এখন আওয়ামী লীগ নেই। এখন বিপ্লবী সরকার ক্ষমতায়। আমরা তাদের কাছে আশা করছি, এই হত্যার বিচার পাব। যদি না পাই আপনারা মনে রাখবেন, কেয়ামত পর্যন্ত এই হত্যার বিচার দাবি করে যাব আমরা।

সমাবেশে এর আগে সিনিয়র সাংবাদিকরা দাবি জানিয়ে বলেন, আমরা যারা মাঠের সাংবাদিক হিসেবে তখন সাগর-রুনির বাসায় গিয়েছি, তারা কেউ হত্যার বিচারের দাবি থেকে সরে দাঁড়াব না। আমরা আগামী বছরের এই দিনে বিচারের দাবি আর করতে চাই না। অতি দ্রুত আমাদের এই দাবি বাস্তবায়ন করুন। আমরা আরও দাবি করছি, সাগর-রুনি হত্যাকাণ্ডের দিনটি সাংবাদিক সুরক্ষা দিবস হিসেবে ঘোষণা করা হোক।

প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন ডিআরইউয়ের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, প্রতিষ্ঠাতা সদস্য কুদরত-ই-খুদা, রাশেদ আহমেদ, স্থায়ী সদস্য গাজী আনোয়ার, ডিইউজে প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার প্রমুখ।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোররাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় নৃশংসভাবে খুন হন এ সাংবাদিক দম্পতি। এ ঘটনায় মামলা দায়েরের পর ১৩ বছর পেরিয়ে গেলেও কোনো সুরাহা হয়নি। কবে নাগাদ মামলার তদন্ত শেষ হবে বলতে পারছেন না তদন্ত সংশ্লিষ্টরা। থানাপুলিশ-ডিবি-র‍্যাবের হাত ঘুরে বর্তমানে মামলার তদন্তভার পেয়েছে পিবিআই। সবমিলিয়ে চার বার বদল হয়েছে তদন্ত সংস্থা। কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 July Post
Customized By BlogTheme