সারা দেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনার তথ্য সংগ্রহ এবং নিপীড়নের শিকার নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা দিতে দেশব্যাপী ৮৪ সেল গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপি গঠিত আইনী ও স্বাস্থ্য সহায়তা সেলে স্থান পেয়েছে আওয়ামীলীগ সমর্থিত ডাক্তারদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ ( স্বাচিপ) এর পঞ্চগড় জেলা শাখার ২০১৭ এবং ২০২৩ সালের কেন্দ্রঘোষিত কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. আফরোজা বেগম রিনা।
পঞ্চগড় জেলায় স্বাচিপের নেত্রী
ডা.আফরোজা বেগম রিনার দাপট সর্বজন বিদিত।
স্বাচিপের নেত্রী ডা. আফরোজা বেগম রিনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) এর আইনি ও স্বাস্থ্য সহায়তা সেলের পঞ্চগড় জেলা শাখার সদস্য নির্বাচিত হওয়ায় রাজনৈতিক অঙ্গনের নানান মহলে উঠেছে গুঞ্জন। বিশেষ করে, বিএনপি সমর্থিত ডাক্তারদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এর মধ্যে এই নিয়ে দেখা দিয়েছে চরম অসন্তোষ। বিষয়টি নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা। কেউ কেউ মন্তব্য করেছেন ফ্যাসিস্ট হাসিনার দোসরদের পুর্নবাসন করা হচ্ছে পরিকল্পিত ভাবে।
ড্যাবের কেন্দ্রীয় কমিটির যুগ্মমহাসচিব ও পঞ্চগড় জেলা ড্যাবের আহ্ববায়ক ডা.আহসান ফিরোজের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোন উত্তর দিতে চান না বলে বিষয়টি এরিয়ে যান।
বিষয়টি নিয়ে বিএনপির একাধিক দায়িত্বশীল নেতার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তারা কোন সদুত্তর দিতে পারনি।