1. admin@julypost.com : admin :
  2. shibli.bd390@gmail.com : MD. SHIBLI AHMED SHOBUJ : MD. SHIBLI AHMED SHOBUJ
  3. czsourav277@gmail.com : Sourav : Sourav Alam Prodhan Prodhan
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
‘বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম’! বিসিএস অফিসার হয়ে মা-বাবার দুঃখ ঘোচানোর স্বপ্ন দেখতেন শহীদ হৃদয় পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ বাবার ঠিকাদারিতে নামাকে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বললেন উপদেষ্টা আসিফ পঞ্চগড়ে হচ্ছে না চীনের ১০০০ শয্যার হাসপাতাল হর্সহেড ও ফ্লেইম নীহারিকার ছবি তুলেছেন শুভ সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে জাতিসংঘ আওয়ামীলীগের ডা. রিনা বিএনপির সদস্য হলেন জুলাইয়ে কিছু ক্ষেত্রে বিক্ষোভকারীদের খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয় : জাতিসংঘ

‘বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম’!

  • আপডেট টাইমঃ সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৯ মোট শেয়ারিং
নাহিদ ইসলাম

ঢাকা:  ‘বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের জন্মদিনে তাকে এভাবেই শুভেচ্ছা জানালেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে নাহিদ ইসলামের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা লিখেন তিনি। পোস্টের সঙ্গে একফ্রেমে দু’জনের একটি ছবিও জুড়ে দেন হাসনাত।

ফেসবুকে হাসনাত আব্দুল্লাহ লিখেন, ‘শুভ জন্মদিন। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম।’

উল্লেখ্য, গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম। আন্দোলন-পরবর্তী গঠিত অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন তিনি। পরবর্তীতে উপদেষ্টার পদ ছেড়ে দিয়ে গঠন করেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বর্তমানে এ দলের আহ্বায়ক হিসেবে রয়েছেন।

এদিকে ইতোমধ্যেই হাসনাত আবদুল্লাহ’র পোস্টটি ভাইরাল হয়ে পড়েছে। পোস্টটিকে ঘিরে বিভিন্ন ধরনের মন্তব্যও করছেন অনেকে।

এর মধ্যে পোস্টের কমেন্টে মো. বাবু নামের একজন লেখেন, ‘শুভ জন্মদিন, বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম! ভবিষ্যতে তো আপনিই হবেন আমাদের দেশ সেরা হিরো, যে এক হাতে দেশের উন্নতি আর আরেক হাতে কেক কাটবেন!’

রহমাতুল্লাহ লেখেন, ‘নাহিদ ভাইয়ের হাতে পড়লে বাংলাদেশ নিরাপদে থাকবে।’

জাহেদুল হক মানিক লেখেন, ‘জীবনের প্রতিটি পদক্ষেপ হোক নিরাপদ ও বরকতময়। শুভ জন্মদিন।’

পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়। নেটিজেনদের অনেকে প্রশংসা করলেও কেউ কেউ ভিন্ন মন্তব্যও করেছেন।

নূরে আলম পারভেজ নামে একজন লিখেছেন, ‘অনলাইন পার্টি তো, ফেসবুকে প্রধানমন্ত্রী হতে পারে এটা অস্বাভাবিক কিছু নয়।’

পারভেজ হোসেন নামে আরেকজন মন্তব্য করেছেন, ‘তেলবাজি করতে গিয়েই নাহিদকে প্রধানমন্ত্রী বললেন হাসনাত।’

মাহবুব সোহাগ লিখেন, ‘শুভ জন্মদিন। জুলাই বিপ্লবে যেমন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ভবিষ্যতেও সবকিছুর ঊর্ধ্বে গিয়ে যদি সঠিক পথে দেশ পরিচালনায় যোগ্য হন তবে আমরাও আপনাদের সমর্থন করে যাবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2025 July Post
Customized By BlogTheme